হোমশাশ্বত_বাণীঅপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল - আমাদের চিত্তশুদ্ধি

অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল – আমাদের চিত্তশুদ্ধি

অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল – আমাদের চিত্তশুদ্ধি

জগতের উপকার করিতে গিয়া প্রকৃতপক্ষে আমরা নিজেদেরই উপকার করিয়া থাকি। অপরের জন্য আমরা যে কার্য করি, তাহার মুখ্য ফল – আমাদের চিত্তশুদ্ধি। সর্বদা অপরের কল্যাণচেষ্টা করিতে গিয়া আমরা নিজেদের ভুলিবার চেষ্টা করিতেছি। এই আত্মবিস্মৃতিই আমাদের জীবনে এক প্রধান শিক্ষার বিষয়। মানুষ মূর্খের মতোমনে করে – স্বার্থপর উপায়ে সে নিজেকে সুখী করিতে পারে। বহুকাল চেষ্টার পর সে অবশেষে বুঝিতে পারে, প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে, এবং সে নিজে ব্যতীত অপর কেহই তাহাকে সুখী করিতে পারে না।

স্বামী বিবেকানন্দ (বাণী ও রচনা)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img