হোমশাশ্বত_বাণীঈশ্বরের কৃপার অর্থ দুঃখনিবৃত্তি নয়

ঈশ্বরের কৃপার অর্থ দুঃখনিবৃত্তি নয়

ঈশ্বরের কৃপার অর্থ দুঃখনিবৃত্তি নয়

“ঈশ্বরের কৃপার অর্থ দুঃখনিবৃত্তি নয় । কিন্তু তিনি যাকে কৃপা করেন সেই ভক্ত সংসারের শতসহস্র পরীক্ষা ও বিপদ-আপদেও অন্তরের শান্তি ও শক্তি হারায় না । দুঃখ তার মহান শিক্ষক , যা তাকে প্রতিদিন আরও পবিত্র করে তোলে –শেষে সেই ব্যক্তি অন্তরে এক অক্ষয় শান্তির অধিকারী হয় যার বলে চরম দুঃখয্ণ্ত্রণার মুহূর্তেও সে হৃদয়ে ইশ্বরের দিব্যসান্নিধ্য অনুভব করে ।

—স্বামী যতীশ্বরানন্দ
(স্বামী যতীশ্বরানন্দ এর পুণ্যস্মৃতি —প্রব্রাজিকা সারদাপ্রাণা। পৃঃ ১১২)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img