হোমঅন্যান্যএকজোড়া স্বপ্নময় চোখের অপমৃত্যু, আর কিছু প্রশ্ন...

একজোড়া স্বপ্নময় চোখের অপমৃত্যু, আর কিছু প্রশ্ন…

একজোড়া স্বপ্নময় চোখের অপমৃত্যু, আর কিছু প্রশ্ন…

“ছোটবেলায় সবসময় ভাবতাম মহাকাশচারী হব| তারপর মনে হল পাইলট হব| তারও পরে ভাবলাম ইঞ্জিনিয়ার হয়ে যাই| শেষমেষ ভাবলাম অভিনেতাই হব| যাতে কোনও না কোনও সময় এই সব কিছুই হয়ে যেতে পারি!” এত এত কাঁড়ি কাঁড়ি স্বপ্ন ছিল ছেলেটার চোখে| সেই চোখে যে চোখ টেলিস্কোপে রেখে একইসঙ্গে স্বপ্ন, গ্রহ-উপগ্রহ আর তারাদের দেখত ছেলেটা…

তবুও ছেলেটার মন ভাল ছিল না?

গুনে গুনে পঞ্চাশটা স্বপ্ন বেছেছিল| রীতিমত কাগজে কলমে লিখে, কাল্পনিক বাকেটে ভরে অনেক ভালবেসে একটা একটা করে স্বপ্নগুলোকে সত্যি করছিল ছেলেটা| প্রিয় পঞ্চাশটা গান গিটারের কর্ডে বাজাতে চেয়েছিল! বেড়াতে যেতে চেয়েছিল আন্টার্টিকায়!

তবুও ও নাকি ক্লিনিকাল ডিপ্রেসনে ভুগছিল!

হলুদ স্টাডি টেবিলটা আঁকড়ে ধরে একদিন একটা বই লিখবে ভেবেছিল| স্বামী বিবেকানন্দের জীবনের ওপর ডকুমেন্টরি বানাতে চেয়েছিল বলিউডের স্টিরিওটাইপে এক্কেবারে বেমানান খ্যাপাটে ছেলেটা| হাজারটা গাছ পুঁততে চেয়েছিল সেই ছেলেটা যাঁর একটা শিশুর মত সুন্দর হাজার ওয়াটের হাসি ছিল|

তবুও ওঁকে মৃত্যু বেছে নিতে হল|

সুশান্ত সিং রাজপুত, তুমি আসলে ঠিক কী ছিলে?
ফিটনেস ফ্রিক’? ‘আড্ডাবাজ’? ‘প্রেমিক’? ‘পেট লাভার’? ‘অলিম্পিয়াড টপার’? ‘দিল্লির ইঞ্জিনিয়ার’?
নাকি ‘মুম্বইয়ের তারকা’?

অর ইউ ওয়্যার জাস্ট আ ড্রিমার, আ কিউট ড্রিমি বয় হু ক্যারিজ ফিফটি ড্রিম ইন হি’জ বাকেট!?

কেউ কি তোমার যত্ন করে গুছিয়ে রাখা স্বপ্নগুলো চুরি করছিল? কেঁড়ে নিচ্ছিল? ভেঙে দিচ্ছিল? নষ্ট করছিল?? তাই কি তুমি একলা হয়ে গেলে?!

সুশান্ত সিং রাজপুত, তাই কি তুমি বাঁচতে ভয় পেলে??

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img