হোমPlot1করোনা: চিনে মৃত ৩০০ ছাড়াল, আক্রান্ত ৭৬ হাজার

করোনা: চিনে মৃত ৩০০ ছাড়াল, আক্রান্ত ৭৬ হাজার

করোনা: চিনে মৃত ৩০০ ছাড়াল, আক্রান্ত ৭৬ হাজার

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাসে নতুনভাবে ঝরে গেলো আরও ৪২টি প্রাণ। সবমিলিয়ে দেশটির মূল ভূখণ্ডেই মোট মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল। একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নতুন করে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যাও, আক্রান্ত ৭৬ হাজার।

শনিবার সকালে coronavirus কবলিত চিনের Wuhan থেকে ৩২৪ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে এনেছিল Air India-র বিশেষ বিমান। এরপরেই সংস্থার মুখপাত্র ধনঞ্জয় কুমার জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার দ্বিতীয় বিশেষ বিমান শনিবার দুপুরে নয়াদিল্লি থেকে রওনা হবে Wuhan-এ। আটকে পড়া বাকি ভারতীয় নাগরিকদের উদ্ধারের উদ্দেশ্যে। সেখান থেকে আরও ৩২৩ জন ভারতীয় নাগরিককে নিয়ে সেই বিমান দেশের মাটি ছুঁল রবিবার। ঘড়িতে তখন সকাল ৯.৪০ মিনিট। প্রায় মহামারির আকার নেওয়ায় ইতিমধ্যেই বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে WHO। কেরলে একাধিক করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img