হোমরাজ্যপাশে বন্ধু, কাঁচড়াপাড়ায় দুঃস্থদের রান্না করে খাওয়াচ্ছেন ক্যাটারার ব্যবসায়ী দীপঙ্কর ও জয়ন্ত

পাশে বন্ধু, কাঁচড়াপাড়ায় দুঃস্থদের রান্না করে খাওয়াচ্ছেন ক্যাটারার ব্যবসায়ী দীপঙ্কর ও জয়ন্ত

পাশে বন্ধু, কাঁচড়াপাড়ায় দুঃস্থদের রান্না করে খাওয়াচ্ছেন ক্যাটারার ব্যবসায়ী দীপঙ্কর ও জয়ন্ত

নিজস্ব প্রতিনিধি, কাঁচড়াপাড়া : লকডাউনের মধ্যেই দুঃস্থ মানুষকে নানাভাবে সাহায্য করে চলেছে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন কেউ কেউ। এমনই এক উদ্যোগ নিয়েছেন কাঁচড়াপাড়ার বোস ক্যাটারারের মালিক দীপঙ্কর বসু। এই কাজে তিনি পাশে পেয়েছেন ক্যাটারার ব্যবসায়ী বন্ধু জয়ন্ত সেনগুপ্তকে। কলকাতা প্রেস ক্লাবের ক্যান্টিনও চলে দীপঙ্করের পরিচালনায়।

দীপঙ্কর আর জয়ন্ত, দুই বন্ধুর মিলিত উদ্যোগে প্রতিদিন দুপুরে খাবার জুটছে দেড়শোরও বেশি অসহায় মানুষের। বিজপুর থানার অধীন কাঁপা ও রামকৃষ্ণ কলোনি এলাকার গরিব মানুষের কাছে খাবার রান্না করে বিলি করছেন তাঁরা। তবে শারীরিকভাবে যাঁরা অক্ষম তাঁদের বাড়িতেও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকী রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিচালকদেরও তাঁরা খাবার দিচ্ছেন।

দীপঙ্করবাবু জানালেন, ৩ এপ্রিল থেকে তাঁরা এ কাজ শুরু করেছেন। আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত এভাবে খাবার বিতরণ করে যাবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img