হোমকলকাতাপ্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জি গুরুতর অসুস্থ, রয়েছেন ভেন্টিলেশনে

প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জি গুরুতর অসুস্থ, রয়েছেন ভেন্টিলেশনে

প্রাক্তন ফুটবলার পি কে ব্যানার্জি গুরুতর অসুস্থ, রয়েছেন ভেন্টিলেশনে

কলকাতা: গুরুতর অসুস্থ কিংবদন্তি ভারতীয় ফুটবলার প্রদীপ (পিকে) বন্দ্যোপাধ্যায় । তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত এক মাস ধরে বুকের সংক্রমণে ভুগছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এক ফুটবলার।বুকের সংক্রমণে অসুস্থ হয়ে পড়ার পর ৮৩ বছরের প্রাক্তন ভারত অধিনায়ককে গত ৬ ফেব্রুয়ারি মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকেই তাঁর শারীরিক অবস্থার ওঠানামা চলছে।

১৯৬২ সালে এশিয়ান গেমসের সোনার পদকজয়ী দলের সদস্য পিকে-র চিকিৎসা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের দল।

১৯৬০ রোম অলিম্পিকের ভারতীয় দলের অধিনায়ক ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়। সেবার ফ্রান্সের বিরুদ্ধে তাঁরই গোলে ১-১ করে ভারত। তারও আগে ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিকেও খেলেন পিকে। সেবার তাঁরই গুরুত্বপূর্ণ ভূমিকায় ভারত কোয়ার্টার ফাইনালে ৪-২ গোলে হারায় অস্ট্রেলিয়াকে। ২০০৪ সালে তাঁকে অর্ডার অফ মেরিট প্রদান করে ফিফা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img