হোমশাশ্বত_বাণীবর্তমান জগতের সমক্ষে শ্রীরামকৃষ্ণের ঘোষণা

বর্তমান জগতের সমক্ষে শ্রীরামকৃষ্ণের ঘোষণা

বর্তমান জগতের সমক্ষে শ্রীরামকৃষ্ণের ঘোষণা

বর্তমান জগতের সমক্ষে শ্রীরামকৃষ্ণের ঘোষণা এইঃ মতামত, সম্প্রদায়, গীর্জা বা মন্দিরের অপেক্ষা রাখিও না। প্রত্যেক মানুষের ভিতরে যে সারবস্তু অর্থাৎ ধর্ম রহিয়াছে, তাহার সহিত তুলনায় উহারা তুচ্ছ; আর যতই এই ভাব মানুষের মধ্যে বিকাশপ্রাপ্ত হয়, ততই তাহার ভিতর জগতের কল্যাণ করিবার শক্তি আসিয়া থাকে। প্রথমে এই ধর্মধন উপার্জন কর। কাহারও উপর দোষারোপ করিও না, কারণ সকল মত-সকল পথই ভাল। তোমাদের জীবন দিয়া দেখাও যে, ‘ধর্ম’ অর্থে কেবল শব্দ বা নাম বা সম্প্রদায় বুঝায় না, উহার অর্থ আধ্যাত্মিক অনুভূতি।

  • স্বামী বিবেকানন্দ (মদীয় আচার্যদেব)
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img