হোমকলকাতাবিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক বিলি, উদ্যোগী দুই সংগঠন

বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক বিলি, উদ্যোগী দুই সংগঠন

বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক বিলি, উদ্যোগী দুই সংগঠন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : রাজ্যজুড়ে হ্যান্ড স্যানিটাইজারের আকাল চলছে। এই অবস্থায় দুঃস্থ সাধারণ মানুষের কাছে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে বাংলা সংস্কৃতি মঞ্চ ও জাতীয় বাংলা সম্মেলন। রাজ্যের জেলায় জেলায় একেবারে বিনামূল্যে ৮০০০ হ্যান্ড স্যানিটাইজার এবং ৩০০০ থ্রি প্লাই মাস্ক বিলি করা হবে। ইতিমধ্যে যাদবপুর ৮ বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ক‍রা হয়েছে। বাজার থেকে চড়া দামে যাঁদের কেনার সামর্থ নেই, তাঁদের হাতেই এই স্যানিটাইজার তুলে দেওয়া হয়।

এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছেন বাংলা সংস্কৃতি মঞ্চের সামিরুল ইসলাম এবং তাঁর টিমের সদস্যরা। সামিরুল যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের গবেষক এবং রসায়নের অধ্যাপক।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img