হোমরাজ্যভুয়ো শংসাপত্রে নিয়োগ, পিএসসির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

ভুয়ো শংসাপত্রে নিয়োগ, পিএসসির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

ভুয়ো শংসাপত্রে নিয়োগ, পিএসসির পরীক্ষায় দুর্নীতির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা : এসসি, এসটি-র ভুয়ো শংসাপত্রের মাধ্যমে পিএসসির মিসসেলেনিয়াস পরীক্ষায় নিয়োগের অভিযোগ। “West Bengal PSC Miscellaneous Services 2018“-র যে মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাতে শর্মা, গুপ্তা পদবী রয়েছে, এমন প্রার্থীরাও চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

শর্মা, গুপ্তা, ভার্মা পদবী কবে থেকে এই রাজ্যে তপশিলি উপজাতির অন্তর্ভুক্ত হল, সে প্রশ্ন তুলেছে জাতীয় বাংলা সম্মেলন নামে একটি সংগঠন। শর্মা, গুপ্তা, ভার্মা পদবীর যাঁরা চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন, তাঁদের সংরক্ষণের সার্টিফিকেট ভুয়ো আখ্যা দিয়ে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তুলেছে এই সংগঠন।

জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাসের বক্তব্য,”শর্মা-গুপ্তা-ভার্মা অন্য রাজ্যে যদি তপশিলি উপজাতি ভুক্ত হয়েও থাকে, পশ্চিমবঙ্গে নয়। সুপ্রিম কোর্ট বলেছে, এক রাজ্যের তপশিলি জাতি বা উপজাতিকে অন্য রাজ্যে সংরক্ষণের আওতায় রাখা হবে কিনা, তা সংশ্লিষ্ট রাজ্যই ঠিক করবে। তাই আমরা এই তালিকা বাতিল করে বাংলার ছেলেমেয়েদের নিয়োগের দাবি জানাচ্ছি।”

পিএসসি কর্তৃপক্ষ অবশ্য কোনওরকম অনিয়মের অভিযোগ বাতিল করে দিয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img