হোমPlot1মঙ্গলবার সকাল ৬টাতেই ফাঁসি, নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করল...

মঙ্গলবার সকাল ৬টাতেই ফাঁসি, নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লির আদালত

মঙ্গলবার সকাল ৬টাতেই ফাঁসি, নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লির আদালত

মঙ্গলবার সকাল ৬টাতেই ফাঁসি, নির্ভয়া কাণ্ডের আসামিদের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করল দিল্লির আদালত। এর আগে নির্ভয়া কাণ্ডের ৪ আসামির মধ্যে ৩ জন অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫) এবং মুকেশ সিং (৩২) নিজেদের ফাঁসি স্থগিতের জন্যে দিল্লির পাতিয়ালা কোর্টে আবেদন করে। তাদের সেই আবেদনই ফাঁসির নির্ধারিত দিনের একদিন আগে খারিজ করে দিল আদালত। এদিকে সোমবারই আসামি পবন গুপ্তার কিউরিটিভ পিটিশনের আবেদনটি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

 ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লির যুবতী নির্ভয়াকে গণধর্ষণ করার পর লোহার রড দিয়ে নৃশংসভাবে নির্যাতন করে মোট ৬ জন। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত হার মানতে বাধ্য হন নির্ভয়া। লজ্জায় মুখ ঢাকে গোটা দিল্লি।

এই নিয়ে মোট ৩ বার নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধীর মৃত্যু পরোয়ানা জারি করে দিল্লি আদালত। এর আগে ২ বার আইনি জটিলতায় পিছিয়ে যায় তাদের ফাঁসি। এর আগে ২২ জানুয়ারি ও পরে আবার ১ ফেব্রুয়ারি, ফাঁসি কার্যকরের নির্ঘণ্ট ঘোষণা হয়েছিল। তবে এবার আর আদালতে রেহাই দিল না নির্ভয়া কাণ্ডের ফাঁসির সাজাপ্রাপ্ত ৪ আসামিকে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img