হোমPlot1মেট্রো ভবনে মহাত্মার ১১১ ফুটের অনন্য শিল্পকর্ম

মেট্রো ভবনে মহাত্মার ১১১ ফুটের অনন্য শিল্পকর্ম

মেট্রো ভবনে মহাত্মার ১১১ ফুটের অনন্য শিল্পকর্ম

নিজস্ব প্রতিনিধি : কলকাতার মেট্রো রেল ভবনে নজরকাড়া শিল্পকর্ম। ভবনের দেওয়ালে বসানো হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর ১১১ ফুট দীর্ঘ মুরাল। দেওয়াল চিত্রে তুলে ধরা হয়েছে এই মহানগরীর সাংস্কৃতিক ঐতিহ্যের বেশ কিছু নিদর্শন ও। এছাড়া, মেট্রো ভবনের প্রবেশ পথের দেওয়ালে খোদাই করা শিল্পকর্মের মাধ্যমে গান্ধীজির জীবন ও কর্মের নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে।

বুধবার এই মুরালের উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। তিনি জানান, দেশজুড়ে মহাত্মার সার্ধশত জন্মবর্ষ উদযাপন করছে ভারতের রেল মন্ত্রক। তারই সূত্র ধরে গান্ধীজির এই মুরাল বসানো হয়েছে। জাতির জনকের পদযাত্রা এবং চরকা কাটার ছবিও মুরালে চিত্রিত হয়েছে বলে জানিয়েছেন শ্রীযোশী।

দেশের সবচেয়ে উঁচু এই অনন্য শিল্পকর্মের পিছনে রয়েছেন কলকাতার সংস্থা লোকনাথ ইঞ্জিনিয়ারিংয়ের শিল্পীরা। সংস্থার ক্রিয়েটিভ বিভাগের প্রধান সুব্রত গাঙ্গুলি জানিয়েছেন, দেশের আর কোথাও এ ধরনের মুরাল নেই। মূলত ফাইবার গ্লাস ব্যবহার করা হলেও, এতে রয়েছে ব্রোঞ্জের ছোঁয়াও।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img