হোমশাশ্বত_বাণীযে যাঁর চিন্তা করে, সে তাঁর গুণ পায়

যে যাঁর চিন্তা করে, সে তাঁর গুণ পায়

যে যাঁর চিন্তা করে, সে তাঁর গুণ পায়

ঠাকুরকে ডাকার মানে কি না ঠাকুরের গুণের কতকাংশের অধিকারী হওয়া। যে যাঁর চিন্তা করে, সে তাঁর গুণ পায়। ঈশ্বরের প্রথম গুণ – প্রভুত্ব (Lordliness)। তাঁর চিন্তা করে আমাদের ইন্দ্রিয়াদির উপর পূর্ণ প্রভুত্ব পাওয়া চাই। আমরা নিজেদের প্রভু হব। দ্বিতীয়তঃ, ঈশ্বরের ইচ্ছামাত্রই কার্য হয়। আমাদেরও যা ইচ্ছা করব তা কার্যে পরিণত করতে হবে। তৃতীয়তঃ ঈশ্বরের ভালবাসা। তাঁর মতন সকল প্রাণীকে ভালবাসতে হবে। এ প্রকার তাঁর গুণের যে যত অধিকারী হয়েছে, সে তত ঠিক ঠিক ঠাকুরকে ডাকছে।

  • স্বামী বিজ্ঞানানন্দ (সৎপ্রসঙ্গ স্বামী বিজ্ঞানানন্দ – পৃষ্ঠা ৬৮-৬৯)
spot_img
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img