রাজ্যে লকডাউন শুরু, চলবে আগামী ২৭ মার্চ শুক্রবার মধ্যরাত পর্যন্ত। এই পরিস্থিতিতে কোনও জমায়েত বা সাত জনের বেশি একসঙ্গে রাস্তায় বের হওয়া যাবে না। বন্ধ থাকছে ট্রেন, মেট্রো, বাস-সহ যাবতীয় গণপরিবহণ ও অফিস, কারখানা। প্রয়োজন ছাড়া সকলকেই বাড়িতে থাকতে বলা হয়েছে। লকডাউন আমান্য করলেই পড়তে হবে কড়া শাস্তির মুখে। আইনভঙ্গকারীর হাজার টাকা জরিমানা বা ছ’মাসের হাজতবাস হবে। সোমবার কেন্দ্রীয় নির্দেশে এমনটাই জানানো হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় এই শাস্তি বলবৎ হবে। সোমবার সকালে কেন্দ্রীয় সরকারও রাজ্যগুলিকে বিজ্ঞপ্তি দিয়ে লকডাউন লাগু এবং কেউ নির্দেশ অগ্রাহ্য করলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করতে নির্দেশ দেয়।
করোনা সংক্রমণ ঠেকাতেই এই লকডাউনের সিদ্ধান্ত। এদিকে, লকডাউনের কিছু আগেই বাংলায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রয়াত দমদমের করোনা আক্রান্ত বছরর প্রৌঢ়।
ভারতে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা গত তিন দিনে হু হু করে বেড়েছে। ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫। মৃত্যু হয়েছে আট জনের। বাংলায় করোনা আক্রান্ত সাত।