যাত্রীদের ভিড় সামাল দিতে হাওড়া এবং শিয়ালদহ দক্ষিণের পর শিয়ালদহ উত্তর শাখাতেও সবকটি লোকাল ট্রেনে ১২ কোচের ই.এম.ইউ চালু করার উদ্যোগ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।
এই লক্ষ্যে প্ল্যাটফর্মে বড়সড় সংস্কারের কাজে হাত দিচ্ছে রেল কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে শিয়ালদহে ১,২,৩ এবং ৪ নং প্লাটফর্মের দৈর্ঘ্য। ১৮ ফেব্রুয়ারি থেকে এই কাজ শুরু হতে চলেছে। দৈর্ঘ্য কম থাকার কারণে বর্তমানে এই ৪টি প্ল্যাটফর্ম ১২ কোচের ট্রেনের উপযোগী নয়।
প্ল্যাটফর্ম সংস্কারের কাজের জন্য যাত্রীদের কাছে যাতায়াতের সময় সতর্ক থাকার আবেদন জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। চলাফেরার সময় সাইনেজ এবং অন্যান্য নির্দেশিকার ওপর নজর রাখতে যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে, যাতে কোনওরকম চোট-আঘাতের শিকার হতে না হয়।
শিয়ালদহ সাউথ শাখায় আপ ও ডাউন মিলিয়ে ১৩৪ জোড়া ই.এম.ইউ ট্রেনের মধ্যে ১৩২ জোড়াই ১২ কোচের ই.এম.ইউ। কিন্তু শিয়ালদহ উত্তর শাখায় ১৮৬ টি আপ ট্রেনের মধ্যে ৮৮ টি ১২ কোচের এবং ১৮৮টি ডাউন ট্রেনের মধ্যেও ৮৮ টি ১২ কোচের ট্রেন চলাচল করে। ১২ কোচের ই.এম.ইউ. গুলির বেশিরভাগই ব্যস্ত সময়ে দেওয়া হয়, যাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারেন।
পূর্ব রেল সূত্রে বলা হয়েছে, যাত্রীদের দাবি মেনে হাওড়া এবং শিয়ালদহ দক্ষিণের মতো শিয়ালদহ নর্থেও সমস্ত ট্রেনকেই ১২ কোচের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যাত্রীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হবে বলে রেল কর্তৃপক্ষের আশা।