হোমশাশ্বত_বাণীশুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাঁকে পাবার উপায়, তাঁকে জানবার জন্যই বই পড়া

শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাঁকে পাবার উপায়, তাঁকে জানবার জন্যই বই পড়া

শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাঁকে পাবার উপায়, তাঁকে জানবার জন্যই বই পড়া

শুধু পাণ্ডিত্যে কিছু নাই। তাঁকে পাবার উপায়, তাঁকে জানবার জন্যই বই পড়া। একটি সাধুর পুঁথিতে কি আছে, একজন জিজ্ঞাসা করলে, সাধু খুলে দেখালে। পাতায় পাতায় “ওঁ রামঃ” লেখা রয়েছে, আর কিছুই লেখা নাই! গীতার অর্থ কি? দশবার বললে যা হয়। ‘গীতা’ ‘গীতা’, দশবার বলতে গেলে, ‘ত্যাগী’ ‘ত্যাগী’ হয়ে যায়। গীতায় এই শিক্ষা — হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা কর। সাধুই হোক, সংসারীই হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়।

শ্রী রামকৃষ্ণ (শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত, তৃতীয় ভাগ, পৃ. ১৫)

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img