হোমশাশ্বত_বাণীসাধুর উপদেশ ও শাস্ত্রানুযায়ী পুরুষকার

সাধুর উপদেশ ও শাস্ত্রানুযায়ী পুরুষকার

সাধুর উপদেশ ও শাস্ত্রানুযায়ী পুরুষকার

সাধুর উপদেশ ও শাস্ত্রানুযায়ী পুরুষকার , যেখানে সফল হয় না , বুঝতে হবে , সেখানে নিজের পূর্বজন্মের দুষ্কর্ম প্রবল । অথবা চেষ্টার ত্রুটি বা দোষ আছে । ইহ জন্মে সৎ কর্ম করতে করতে প্রাক্তন দুষ্কর্ম ক্ষীণ হয় । দৈব ও পুরুষাকার ছাড়া স্বতন্ত্র নয় । পূর্ব পূর্ব জন্মের যা পুরুষাকার তাই এই জন্মের দৈব । জগতে মানুষ হব , বড় হব , দেবতা হব , শুধু মনে মনে এই অভিলাষ করলে চলবে না , তার জন্য প্রবল চেষ্টা চাই । আলস্য দোষেই এ জগত মূর্খ ও দরিদ্র মানুষে ভরা ।

  • স্বামী প্রেমানন্দ
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img