হোমশাশ্বত_বাণীসেই ভদ্রলােক আমাকে দেখিয়ে বললেন—“এ কি আপনার শিষ্য?”

সেই ভদ্রলােক আমাকে দেখিয়ে বললেন—“এ কি আপনার শিষ্য?”

সেই ভদ্রলােক আমাকে দেখিয়ে বললেন—“এ কি আপনার শিষ্য?”

সেই ভদ্রলােক আমাকে দেখিয়ে বললেন—“এ কি আপনার শিষ্য?” স্বামী রামকৃষ্ণানন্দজী বললেন—“না, না, এসব ছেলেরা আমার শিক্ষক। যদি এ ধরনের ছেলেরা আমার কাছে বেদান্ত পড়তে না আসত, তাহলে আমি অকর্মণ্য হয়ে যেতাম। হয়তাে আমি অন্য ধরনের মানুষ হয়ে যেতাম। তারা সব সময় আমাকে ভগবানের মহিমা স্মরণ করায়। সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।” কি পার্থক্য তাঁর ও অন্যান্য সাধুদের মধ্যে অন্য সাধুরা নিজেকে ভগবান বলে মনে করে এবং শিষ্যদের বলে তার পাদপূজা করতে!

  • স্বামী চিদ্ঘনানন্দে সরস্বতী (স্বামী রামকৃষ্ণানন্দের স্মৃতিমালা,পৃ – ২৯১)
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img