ভন্ড সন্ন্যাসীদের সম্বন্ধে আর একদিন কথা উঠায় বলিলেনঃ অবশ্য অনেক বদমায়েস লোক ওয়ারেন্টের ভয়ে কিংবা উৎকট দুস্কর্ম করিয়া লুকাইবার জন্য সন্ন্যাসীর বেশে বেড়ায় সত্য; কিন্তু তোমাদেরও একটু দোষ আছে । তোমরা মনে কর, কেহ সন্ন্যাসী হইলেই তাহার ঈশ্বরের মতো ত্রিগুণাতীত হওয়া চাই । সে পেট ভরিয়া ভাল খাইলে দোষ, বিছানায় শুইলে দোষ, এমন কি জুতা বা ছাতি পর্যন্ত তাহার ব্যবহার করার জো নাই । কেন, তাহারও তো মানুষ, তোমাদের মতে পূর্ণ পরমহংস না হইলে তাহার আর গেরুয়া বস্ত্র পরিবার অধিকার নাই – ইহা ভুল। এক সময়ে আমার একটি সন্ন্যাসীর সহিত আলাপ হয় । তাঁহার ভাল পোশাকের উপর ভারি ঝোঁক । তোমরা তাঁহাকে দেখিলে নিশ্চয়ই ঘোর বিলাসী মনে করিবে । কিন্তু বাস্তবিক তিনি যথার্থ সন্ন্যাসী ।
স্বামীজির সহিত কয়েক দিন – স্বামীজির বাণী ও রচনা ॥
রামকৃষ্ণ শরণম্॥ শুভসন্ধ্যা ॥