হোমশাশ্বত_বাণীআমরা জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারি না

আমরা জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারি না

আমরা জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারি না

“আমরা জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারি না ৷
আমরা জগতের উপাদান দিয়ে সৃষ্ট হয়েছি৷ আমাদের ভিতরে ও বাইরে জগৎ ছাড়া আর কিছু নাই ৷
বাইরেও জগৎ, ভিতরেও জগৎ ৷ এই অবস্থা থেকে কি করে আমরা উচ্চভূমিতে উঠতে পারি, কি করে আমাদের অবস্থার উন্নতি করতে পারি ?
শ্রীরামকৃষ্ণ পথ দেখিয়েছিলেন,তিনি বলেছিলেন, প্রথমে মনের সামনে উচ্চতম আদর্শ ধরে রাখ যে তুমি আর ব্রহ্ম এক ৷
“একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি৷” সেই আদর্শ সামনে রেখে যেখানে আছো সেখান থেকে আরম্ভ কর ৷
সংসার ত্যাগ করার প্রয়োজন নেই ৷
শ্রীরামকৃষ্ণ তাঁর সত্যের জন্য মহতী তপস্যা করতে অরণ্যে যাননি ৷ তিনি সংসারে ছিলেন; এমন কি বিবাহ করেছিলেন ৷
যদি ঈশ্বর দর্শন করতে চান, তা হলে সাধু, পয়গম্বর ও ঈশ্বরের দূতেরা তাঁদের ব্যবহারিক জীবনে যে পথ দেখিয়েছিলেন সেই পথ অনুসরণ করতে হবে ৷
অথবা যদি আপনার সেই বিরাট শক্তি, ক্ষমতা বা সামর্থ্য না থাকে, আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারেন ৷
কিন্তু আপনাকে নিশ্চিতভাবে এগোতে হবে ৷ আপনি জানবেন যে আপনি এগোচ্ছেন ৷
পিছু হটবেন না ৷ থামবেন না ৷
ধীরে ধীরে হলেও চলুন, এবং এক সময় আপনি আলো দেখবেন ৷
সত্য দর্শন করবেন— তা বারো বৎসর হোক, বারো শতাব্দী হোক, বারো জন্ম হোক ৷
আমাদের সামনে সময় চিরন্তন ৷
ঈশ্বর অনন্ত ও চিরন্তন ৷
কিন্তু এই মুহূর্তে কাজ আরম্ভ করুন, তাহলে ঠিক পথে যেতে পারবেন এবং সময় ও শক্তির অপব্যয় হবে না ৷”

  • পূজনীয় শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজ
  • (সানফ্রানসিস্কোতে মহারাজের বক্তৃতার কিছু অংশ)
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img