“আমরা জগৎ ত্যাগ করে ভগবানের কাছে যেতে পারি না ৷
আমরা জগতের উপাদান দিয়ে সৃষ্ট হয়েছি৷ আমাদের ভিতরে ও বাইরে জগৎ ছাড়া আর কিছু নাই ৷
বাইরেও জগৎ, ভিতরেও জগৎ ৷ এই অবস্থা থেকে কি করে আমরা উচ্চভূমিতে উঠতে পারি, কি করে আমাদের অবস্থার উন্নতি করতে পারি ?
শ্রীরামকৃষ্ণ পথ দেখিয়েছিলেন,তিনি বলেছিলেন, প্রথমে মনের সামনে উচ্চতম আদর্শ ধরে রাখ যে তুমি আর ব্রহ্ম এক ৷
“একং সদ্ বিপ্রা বহুধা বদন্তি৷” সেই আদর্শ সামনে রেখে যেখানে আছো সেখান থেকে আরম্ভ কর ৷
সংসার ত্যাগ করার প্রয়োজন নেই ৷
শ্রীরামকৃষ্ণ তাঁর সত্যের জন্য মহতী তপস্যা করতে অরণ্যে যাননি ৷ তিনি সংসারে ছিলেন; এমন কি বিবাহ করেছিলেন ৷
যদি ঈশ্বর দর্শন করতে চান, তা হলে সাধু, পয়গম্বর ও ঈশ্বরের দূতেরা তাঁদের ব্যবহারিক জীবনে যে পথ দেখিয়েছিলেন সেই পথ অনুসরণ করতে হবে ৷
অথবা যদি আপনার সেই বিরাট শক্তি, ক্ষমতা বা সামর্থ্য না থাকে, আপনি ধীরে ধীরে অগ্রসর হতে পারেন ৷
কিন্তু আপনাকে নিশ্চিতভাবে এগোতে হবে ৷ আপনি জানবেন যে আপনি এগোচ্ছেন ৷
পিছু হটবেন না ৷ থামবেন না ৷
ধীরে ধীরে হলেও চলুন, এবং এক সময় আপনি আলো দেখবেন ৷
সত্য দর্শন করবেন— তা বারো বৎসর হোক, বারো শতাব্দী হোক, বারো জন্ম হোক ৷
আমাদের সামনে সময় চিরন্তন ৷
ঈশ্বর অনন্ত ও চিরন্তন ৷
কিন্তু এই মুহূর্তে কাজ আরম্ভ করুন, তাহলে ঠিক পথে যেতে পারবেন এবং সময় ও শক্তির অপব্যয় হবে না ৷”
- পূজনীয় শ্রীমৎ স্বামী ত্রিগুণাতীতানন্দজী মহারাজ
- (সানফ্রানসিস্কোতে মহারাজের বক্তৃতার কিছু অংশ)