হোমশাশ্বত_বাণীআমার তাে কৃপা আছেই; নইলে এত্ত বলছি কেন?

আমার তাে কৃপা আছেই; নইলে এত্ত বলছি কেন?

আমার তাে কৃপা আছেই; নইলে এত্ত বলছি কেন?

আমার তাে কৃপা আছেই; নইলে এত্ত বলছি কেন? খুব প্রার্থনা করছি, বাবা, তােমার কল্যাণ হােক। তাঁর দয়ায় তাঁর অবতারত্বে যখন তােমার পূর্ণ বিশ্বাস হয়েছে, তখন আর কোন ভাবনা নেই। তুমি মহাভাগ্যবান — পূর্বজন্মার্জিত বহু সুকৃতির ফলে ভগবানের যুগাবতারত্বে বিশ্বাস হয়। তা যখন তােমার হয়েছে তখন আর ভাবনা কি? আমি বলছি, আমার কথা বিশ্বাস কর— তুমি এ ভববন্ধন হতে মুক্ত হয়ে যাবে নিশ্চয়। খুব প্রাণভরে তাঁকে ডাক — কাতরে প্রার্থনা কর; তিনি তােমার ঐ বিশ্বাস আরাে পাকা করে দেবেন এবং ভক্তি-বিশ্বাসে তােমার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে।

  • মহাপুরুষ মহারাজ (শিবানন্দ বাণী)
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img