Coronavirus In India: বিশ্বে এখনও করোনা পরিস্থিতি ভয়াবহ। ভারতে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত ভয়ঙ্কর ওই রোগে মৃত মোট ১১৪ জন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। সরকারি পরিসংখ্যান অনুসারে দেশে বর্তমানে মোট করোনা আক্রান্ত ৪,৪২১। তবে এই সংক্রমণ ক্রমশই আরও ছড়াচ্ছে। তথ্য মতে ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা এদেশে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।
এদিকে মোদি সরকার এই মারণ ভাইরাসের সংক্রমণ যাতে খুব বেশি না ছড়ায় সেই লক্ষ্যে ২১ দিনের লকডাউন জারি করেছে দেশে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আপাতত চলবে এই পরিস্থিতি। তবে ১৪ এপ্রিলের পরে লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে করোনা পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।