‘করোনা মোকাবিলায় লকডাউনই একমাত্র পথ। কিছু মানুষ তা অগ্রাহ্য করে নিয়ম ভাঙলে করোনা থেকে বাঁচা মুশকিল।’ মন কি বাতে শুরুতেই একথা বললেন প্রধানমন্ত্রী মোদী। অসুবিধায় সত্ত্বেও প্রত্যেক দেশবাসীকে লকডাউন মেনে চলার আবেদন জানান তিনি। গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যাবেড়ে হল ৯৭৯। মৃত্যু হয়েছে ২৫ জনের। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। এ রাজ্যে করোনায় আক্রান্ত ১৯৩ জন।
শনিবারই কোভিড-১৯ মোকাবিলায় ত্রাণ তহবিল গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। করোনা মোকাবিলায় জারি রয়েছে লকডাউন। এদিকে, লকডাউনের প্রবল সমস্যায় পরিযায়ী শ্রমিকরা। নিয়ম ভেঙে বাড়ি ফিরতে তারা ভিড় জমাচ্ছে বাস গুমটিতে। অনেকেই আবার কয়েকশো পথ হেঁটে বাড়ি পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন। কেন্দ্র- সব রাজ্যকে পরিযায়ী শ্রমিক ও দুস্থদের সহায়তার নির্দেশ দিয়েছে।
লকডাউন জারি। অব্যাহত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধিও। গত দু’দিনে বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ১০ থেকে বেড়ে ১৮।