হোমশাশ্বত_বাণীনেতাজীর জীবনে স্বামীজীর প্রভাব

নেতাজীর জীবনে স্বামীজীর প্রভাব

নেতাজীর জীবনে স্বামীজীর প্রভাব

বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী
সুভাষচন্দ্রের জীবনে আনে অতুলনীয় পরিবর্তন।যেন মনের
অনেক বন্ধ দরজা গুলি এক নিমিষে খুলে যায়। দীর্ঘদিন ধরে
জমে থাকা সকল প্রশ্ন গুলির উত্তর খুঁজে পান।
“স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা” পড়ার পর সুভাষচন্দ্রের
অভিব্যক্তি ছিল অনেকটা এইরকম-

“কয়েক পাতা উলটেই বুঝতে পারলাম, এই জিনিসই আমি
এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে
গিলতে লাগলাম। পড়তে পড়তে হৃদয়-মন আচ্ছন্ন হয়ে যেতে
লাগল।”

“………..দিনের পর দিন কেটে যেতে লাগল, আমি তাঁর বই
নিয়ে তন্ময় হয়ে রইলাম।”

“………… বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল
পরিবর্তন এনে দিল।”

“…. তাঁর মধ্যে আমার জীবনের অসংখ্য জিজ্ঞাসার সহজ
সমাধান খুঁজে পেয়েছিলাম।”

উৎস:-আত্মজীবনী: ‘ভারত পথিক’, পৃষ্ঠা: ৪৩-৪৪

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img