করোনা আতঙ্কে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোন ছাত্রছাত্রীকে ফেল করানো হবে না। সব পড়ুয়াকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
শুধু তাই নয় নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশে ওঠা ছাত্র-ছাত্রীদের কিভাবে ক্লাস নেওয়া যায় তা নিয়েও ভাবনাচিন্তা শুরু করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, ‘অনলাইন বা দূরদর্শন, কোনও একটা মাধ্যম মারফত এদের ক্লাস নেওয়া যায় নাকি, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।’
প্রসঙ্গত, করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে, তাই ১৬ মার্চ থেকে রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ রয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছ। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আগে জানানো হয়েছিল। গতকাল টুইটের মাধ্যমে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানান, ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত সব পড়ুয়াদের পাশ করাবে CBSE।