হোমশাশ্বত_বাণীবীরভোগ্যা বসুন্ধরা - ভারতবীর স্বামী বিবেকানন্দ

বীরভোগ্যা বসুন্ধরা – ভারতবীর স্বামী বিবেকানন্দ

বীরভোগ্যা বসুন্ধরা – ভারতবীর স্বামী বিবেকানন্দ

“ বীরভোগ্যা বসুন্ধরা – বীর্য প্রকাশ করো, সাম-দান-ভেদ-দণ্ড-নীতি প্রকাশ করো, পৃথিবী ভোগ করো, তবে তুমি ধার্মিক। আর ঝাঁটা-লাথি খেয়ে চুপটি করে ঘৃণিত জীবন যাপন করলে ইহকালেও নরকভোগ; পরকালেও তাই। এইটি শাস্ত্রের মত।
… দেশের মঙ্গল করার জন্য যদি আমাকে নরকের মধ্যে দিয়েও যেতে হয়, তাকেও আমি মহা সম্মান বলে মনে করব।
… এ (ভারত) হল একটা অজীর্ণ ব্যাধিগ্রস্ত জাতি, খোল-করতাল বাজিয়ে, কীর্তন আর অন্যান্য ভাবপ্রবণ গান গেয়ে অদ্ভুত সব ক্রিয়াকাণ্ডের প্রশ্রয় দেয়। …আমি এমন কি সামরিক শক্তির সাহায্যে শক্তিকে জাগিয়ে তুলতে এবং যা কিছু অবসন্ন ভাবপ্রবণতার জন্ম দেয়, তাকে নিষিদ্ধ করতে চাই…”

  • ভারতবীর স্বামী বিবেকানন্দ।
spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img