রুহুল আলম, মালদহ : বৃহস্পতিবার উত্তরবঙ্গের চার জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র, যার মধ্যে রয়েছে মালদহও। তাই এখন পুলিশি কড়াকড়ি কয়েকগুণ বেড়েছে।
বিভিন্ন এলাকায় চলছে পুলিশের টহলদারি। লকডাউন অমান্য করার ঘটনা ঘটলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপ্রয়োজনীয় কাজে কেউ রাস্তায় ঘোরাঘুরি করলেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। সন্তোষজনক জবাব না মিললে গ্রেফতারির ঘটনাও ঘটছে।
নিত্য প্রয়োজনীয় নয়, এমন দোকান খুললেই, তা বন্ধ করে দিচ্ছে পুলিশ। যে সব দোকান খোলার অনুমতি মিলছে,সেখানে সামাজিক দূরত্বের মত লকডাউন বিধি মানা হচ্ছে কিনা, সেদিকেও কড়া নজর রাখছে পুলিশ।