হোমরাজ্যরেশন কুপনের জন্য হুড়োহুড়ি, সরকারি অফিসেই বিধিকে বুড়ো আঙুল

রেশন কুপনের জন্য হুড়োহুড়ি, সরকারি অফিসেই বিধিকে বুড়ো আঙুল

রেশন কুপনের জন্য হুড়োহুড়ি, সরকারি অফিসেই বিধিকে বুড়ো আঙুল

রুহুল আলম, মালদা : করোনা ঠেকাতে বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার আবেদন জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনকে অগ্রাহ্য করার ঘটনা ঘটল সরকারি অফিসেই। আজ সোমবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। গত কয়েকদিনের মত সোমবারও রেশন কুপনের জন্য ভিড় করেন কাতারে কাতারে ভিড়ে করেন মানুষ। অন্য কোনও জায়গা নয়, এভাবে বিধি ভাঙার ঘটনা ঘটে চলেছে মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়ির সরকারি ফুড সাপ্লাই দপ্তরে।

অসহায় গ্রাহকদের অভিযোগ, রাজ্য সরকার সবার জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করলেও, তাঁরা তা পাচ্ছেন না। রেশন আসেনি বলে ডিলার তাঁদের জানিয়ে দিয়েছেন। এ অবস্থায় কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না এই দুঃস্থরা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img