গতকাল সকালের পর রাতেও বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর বাড়িতে কোয়ারেন্টিনের পোস্টার সাঁটতে পারল না জেলা প্রশাসন। গতকাল রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিএমওএইচ এবং রায়গঞ্জ থানার আইসি-র নেতৃত্বে জেলার স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকরা সুদর্শনপুরে দেবশ্রীর ভাড়া বাড়িতে যান। কিন্তু দেবশ্রী পোস্টারের ব্যাপারে আপত্তি জানান।
বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, ২৩ মার্চ একই বিমানে তৃণমূল ও বিজেপির একাধিক সাসংদ তাঁর সঙ্গেই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন। তাহলে শুধু তাঁর বাড়িতে কেন কোয়ারেন্টিনের পোস্টার দেওয়া হবে? বিএমওএইচ জানান তাঁরা সরকারি দায়িত্ব পালন করতে এসেছিলেন। এর বাইরে কিছু বলবেন না।