হোমরাজ্যমুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরী, রাজ্যে দুর্যোগের বলি ৬

মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরী, রাজ্যে দুর্যোগের বলি ৬

মুষলধারার বৃষ্টিতে বিপর্যস্ত মহানগরী, রাজ্যে দুর্যোগের বলি ৬

গরমের মধ্যে বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে এলেও, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। কলকাতায় রাজভবনের সামনে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একজনের। বজ্রপাতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের।

মঙ্গলবার দুপুর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়। টানা ২ ঘণ্টার বর্ষণে কলকাতার নীচু এলাকা বিশেষত আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ, মুক্তারামবাবু স্ট্রিট সহ শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায়। করোনা পরিস্থিতিতে যানবাহন না পেয়ে চরম নাকাল হন অফিস ফেরত মানুষ। মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতালের ভিতর জল জমে যায়। জল দাঁড়িয়ে যায় তথ্যপ্রযুক্তি নগরী সল্টলেকের সেক্টর ফাইভেও।

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এখনও বজ্রপাতে ৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে
মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ১ জন, পূর্ব বর্ধমান ২ এবং হাওড়ায় ২ জনের মৃত্যু হয়েছে দু’জনের।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img