ভ্যাকসিন নিয়ে দেশের রাজ্যে রাজ্যে হাহাকার চরমে উঠেছে। এই অবস্থায় রাজ্যগুলি কীভাবে টিকা পাবে, তা নিয়ে কার্যত দায় ঝেড়ে ফেললো কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিল, রাজ্যগুলির টিকা সংগ্রহের ক্ষেত্রে কেন্দ্রের কোনও ভূমিকা থাকবে না।
৯ মে সুপ্রিম কোর্টে এক হলফনামায় কেন্দ্র জানিয়েছিল, “১৮ থেকে ৪৪ বয়সীদের টিকাদান কর্মসূচিতে রাজ্যগুলি নির্মাতাদের থেকে সরাসরি ভ্যাকসিন সংগ্রহ করছে। এ নিয়ে কোনওরকম বৈষম্য হবে না। রাজ্যগুলির জনসংখ্যা এবং চাহিদা অনুযায়ী এই টিকা সরবরাহ করা হবে। মে মাসে কোন রাজ্য কত টিকা পাবে, তা রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে।”
শীর্ষ আদালতে এই হলফনামা পেশের ২ দিনের মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব লব আগরওয়াল জানালেন, রাজ্যগুলির ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে কেন্দ্র কোনও দায় নেবে না।
তিনি জানান, “আমাদের মূল লক্ষ্য করোনা যোদ্ধা ও ৪৫ ঊর্ধ্ব নাগরিকদের টিকাদান নিশ্চিত করা। এই লক্ষ্যে রাজ্যগুলিকে ইতিমধ্যে ১৭ কোটি ডোজ টিকা বিনামূল্যে সরবরাহ করেছে কেন্দ্র। এছাড়া, রাজ্য সরকার, কর্পোরেট, শিল্প সংস্থাকে ভ্যাকসিন কেনার জন্য সরাসরি নির্মাতাদের সঙ্গে কথা বলতে পারে।”