বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগদান পর্ব কি শুরু হয়ে গেল? এবার তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার কলকাতায় তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
এর আগে ১১ জুন বিজেপি থেকে তৃণমূলে ফিরেছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। তন্ময়ের দলত্যাগের ফলে বিধানসভায় বিজেপির সদস্যসংখ্যা কমে দাঁড়াল ৭৩। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ৭৭টি আসনে। ভোটের পর শান্তিপুর ও দিনহাটার বিধায়ক পদ ছেড়ে দেন দুই বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক।
শাসক শিবিরে যোগ দেওয়ার পরে তন্ময় বলেন, “রাজ্যের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তৃণমূলে যোগ দিলাম।” একই সঙ্গে তিনি বিজেপি-র অন্য বিধায়কদেরও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান।
আগামী দিনে আরও অনেক তৃণমূলে যোগ দেবেন বলে দাবি করেছেন ব্রাত্য। তিনি বলেন, অনেকে বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদানের ইচ্ছা প্রকাশ করে তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন।
বিষ্ণুপুর তৃণমূলের শহর সভাপতি পদে ছিলেন তন্ময়। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দেন।