হোমরাজ্যবর্ষার বিদায়, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত, জানাল হাওয়া অফিস

বর্ষার বিদায়, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত, জানাল হাওয়া অফিস

বর্ষার বিদায়, আগামী সপ্তাহেই জাঁকিয়ে শীত, জানাল হাওয়া অফিস

নিম্নচাপের জেরে আকাশ মেঘলা থাকলেও, রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিয়েছে। এবার জাঁকিয়ে শীত পড়ার পালা। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহ অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করবে। সেইসঙ্গে ক্রমশ নামবে রাতের তাপমাত্রার পারদ। রাতের দিকে তাপমাত্রা নামলেও, দিনের তাপমাত্রার অবশ্য খুব একটা হেরফের ঘটবে না। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের খবর অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাচ্ছে। রাজ্যে এবার উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করেছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ক্রমশ নামতে থাকবে।

মাঝে মাঝে হালকা বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠাণ্ডা হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা জনিত হাওয়া ওপর দিকে উঠছে। এর ফলে দুই বিপরীত চরিত্রের হাওয়ার ধাক্কা লেগে স্থানীয়ভাবে মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘ থেকেই এই বৃষ্টি হচ্ছে। তবে এখন আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা নামবে। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় তাপমাত্রা আগামী দু’দিনের ৩ ডিগ্রি কমবে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img