ইঞ্জিন-বিভ্রাটের কারণেই কি বৃহস্পতিবার বিকেলে বেলাইন হয়েছিল বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্যে প্রাথমিকভাবে সেদিকেই ইঙ্গিত করা হচ্ছে। দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, “ট্রেনের পাইলটের সঙ্গে কথা হয়েছে। তাঁর সঙ্গে কথা বলে মনে হয়েছে, ইঞ্জিনের যন্ত্রাংশে হঠাৎ গোলোযোগ দেখা দিয়েছিল। তবে ইঞ্জিনের কোন যন্ত্রাংশ কেন কাজ বন্ধ করল, কিংবা আদৌ কোনও যন্ত্র বিকল হয়েছিল কিনা, তা তদন্তে জানা যাবে।”
অশ্বিনী বৈষ্ণব বলেন, কমিশনার অব রেলওয়ে সেফটি(সিআরএস)-র রিপোর্ট পেশের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। শুক্রবার সিআরএস ঘটনাস্থল ঘুরে গিয়েছেন। তবে সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেননি তিনি।
শুক্রবার সকালেই ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। সকাল সাড়ে ন’টা নাগাদ তিনি নিউ দোমহনি স্টেশনে পৌঁছন। সেখান থেকে মোটর ট্রলিতে তিনি পৌঁছন দুর্ঘটনাস্থলে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির ইঞ্জিনে উঠে এবং তলার দিক নিজে পরীক্ষা করে দেখেন এবং রেলের কর্মরত ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথাও বলেন।এরপর আহতদের দেখতে তিনি হাসপাতালে যান।