ইঙ্গিত ছিলই। শনিবার রাজ্যের চার পুরনিগমের ভোট ৩ সপ্তাহ পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে,ওই ৪টি পুরসভায় ভোট হবে আগামী ১২ ফেব্রুয়ারি। ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভায় ভোট হওয়ার কথা ছিল। কমিশন বলেছে, আদালতকে সম্মান জানিয়েই তাদের এই সিদ্ধান্ত।
রাজ্য সরকার পুরভোট পিছনোর ব্যাপারে সম্মতি দেওয়ার পর শনিবার বিজ্ঞপ্তি জারি করে নতুন দিনক্ষণ ঘোষণা করে কমিশন। তবে ভোট গণনা এবং ফলপ্রকাশের দিন নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
তবে প্রচার নিয়ে আগে যে সব বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেগুলি বজায় থাকছে। নিয়ম মেনেই প্রচার করতে হবে। ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে।
কোভিড পরিস্থিতিতে পুরভোট নিয়ে আপত্তি তুলে আদালতে মামলা করা হয়েছিল। ভোটের তারিখ ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যায় কিনা, তা বিবেচনা করতে রাজ্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানায় কলকাতা হাইকোর্ট।
শুক্রবার হাই কোর্টের বক্তব্য নিয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। তার উত্তরে শনিবার রাজ্য ভোট পিছনোর পক্ষে সায় দেয় নবান্ন।