করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবার পিছিয়ে দেওয়া হল কলকাতা বইমেলা। এবছর বইমেলা শুরু হওয়ার কথা ছিল ৩১ জানুয়ারি। এখন তা পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে সোমবার এই মেলা পিছনোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
করোনা সংক্রমণ রুখতে রাজ্যে ইতিমধ্যে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। দ্বিতীয় দফায় বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। তাই ৩১ জানুয়ারি বইমেলা শুরু হলে, কিছু অসুবিধা দেখা দিত। পাশাপাশি আদালতের অনুরোধ মেনে রাজ্যের ৪ পুরসভার নির্বাচনও পিছিয়ে দেওয়া হয়েছে। ২২ জানুয়ারির বদলে এই নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।
তাছাড়া, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের আরও ১০৮টি পুরসভায় ভোট করার কথা আদালতে জানিয়েছে রাজ্য সরকার। তাই ২৮ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলে, কোনও সমস্যা হবে না বলে মনে করছে গিল্ড।