প্রথম পরীক্ষা খুব একটা ভাল হল না তাঁদের। ভারত প্রথম ওডিআইতে নিউজিল্যান্ডের কাছে চার উইকেটে হার দিয়ে শুরু করল। হ্যামিলটনে ভারতের পোস্ট করা ম্যামথ ৩৪৮ রানের লক্ষ্য তারা তাড়া করে নিল ৷ ম্যাচের শুরু থেকেই এদিন কোনও সময়েই হাঁকপাঁক না করার সিদ্ধান্ত নিয়েছিল আর সেটাই কাজে এল ৷ এদিন ৪ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড ৷ ১১ বল বাকি থাকতেই ম্যাচ জিতল তারা ৷
নিউজিল্যান্ড সফরের শুরুটা দারুণভাবে করে দিয়েছে Team India। ৫-০তে টি২০ সিরিজ জিতে ইতিহাসও তৈরি করেছে বিরাট কোহলির দল। ৫ ফেব্রুয়ারি থেকে সেই নিউজিল্যান্ডের মাটিতেই শুরু হয়ে গেল তিন ম্যাচের ওডিআই সিরিজ। কিন্তু টি২০ সিরিজের শেষ ম্যাচে চোট পেয়ে সফর থেকেই ছিটকে গিয়েছেন দলের বিশ্বস্ত ওপেনার Rohit Sharma। তাঁর জায়গায় ইতিমধ্যেই ডেকে নেওয়া হয়েছে মায়াঙ্ক আগরওয়ালকে। টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মার ছিটকে যাওয়ায় চাপে পড়লেও পরিবর্তীত দল নিয়েই জয়ের ধারার ধরে রাখতে বদ্ধপরিকর ছিল।