যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার ব়্যাগিংয়ের তত্ত্বে সিলমোহর দিল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি। কমিটির রিপোর্টে বলা হয়েছে, ৯ অগাস্ট রাতে ব়্যাগিংয়ের শিকার হয়েছিলেন বাংলা বিভাগের প্রথম বর্ষের ওই পড়ুয়া।
সূত্রের খবর, তদন্ত কমিটির রিপোর্টে মেইন হস্টেলে এর আগেও একাধিক ব়্যাগিংয়ের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এই অভিযোগগুলিতে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দিয়েছে কমিটি।
সূত্রের খবর, এখনও পর্যন্ত ১০০-রও বেশি জনের সাক্ষ্য গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে চলেছে কমিটি।
যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত প্রাক্তন ও বর্তমান মিলিয়ে যাদবপুরের ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। হস্টেলের অন্য আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে অনেকেই এই বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্র সংগঠন WTI, FAS-এর কর্মী বলে জানা গিয়েছে।