হোমPlot1সিকিমের 'চারধাম' দর্শন এই কলকাতাতেই, ভাসমান মণ্ডপে নজর কাড়তে চায় ন'পাড়া

সিকিমের ‘চারধাম’ দর্শন এই কলকাতাতেই, ভাসমান মণ্ডপে নজর কাড়তে চায় ন’পাড়া

সিকিমের ‘চারধাম’ দর্শন এই কলকাতাতেই, ভাসমান মণ্ডপে নজর কাড়তে চায় ন’পাড়া

সিকিমে ছুটতে হবে না, এবারের পুজোয় এই কলকাতাতেই দেখা যাবে সিকিমের নামচির চারধাম মন্দিরকে। সতীন সেন সংসদ পরিচালিত ৭৪ তম বর্ষের ন’পাড়া সম্মিলিত দুর্গোৎসবের ভাসমান মণ্ডপ তৈরি হচ্ছে চারধাম মন্দিরের আদলে।

কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সতীন সেন সংসদের পক্ষ থেকে এবারের পুজোর মণ্ডপসজ্জার কথা ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে পুজোর মূল উদ্যোক্তা স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ বর্ধন, যুগ্ম সম্পাদক সুনীল গুহ ও অসীম ঘোষ জানান, অতীতে মায়াপুরের ইস্কন মন্দির, লন্ডনের অ্যালবার্ট হল, কন্যাকুমারীকার বিবেকানন্দ রক,কর্ণাটক বিধানসভা, রাজস্থানের বৌদ্ধ মন্দিরের অনুকরণে মণ্ডপ দর্শকদের নজর কেড়েছে। এবার চারধাম মন্দিরেও তাঁরা চমক দিতে চান।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৪০০ ফুট উচ্চতায় অবস্থিত নামচির সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় স্থান হল চারধাম। পাহাড়ের কোলে ৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রথমেই চোখ যাবে বিশালাকার শিবের দিকে৷ শিবভক্তদের জন্য রয়েছে ১২টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ।

২০১১ সালে ৫৬ একর জমির উপর নির্মিত হয়েছিল এই চারধাম। ভারতের চারপ্রান্তের চারটি বিখ্যাত মন্দিরের অনুকরণে এখানে এটি নির্মাণ হয়েছে। একে সিদ্ধেশ্বরও বলা হয়।

উত্তরাখণ্ডের বদ্রীনাথ, গুজরাতের দ্বারকা, পুরীর জগন্নাথধাম (সব ক’টিই বিষ্ণুমন্দির) এবং তামিলনাড়ুর রামেশ্বরম (শিবমন্দির) মন্দির। এ ছাড়া একটি ১০৮ ফুট উঁচু শিবমন্দির রয়েছে, যার উপরে অধিষ্ঠিত রয়েছেন ৮৭ ফুট উচ্চতার শিবমূর্তি। রকমারি ফুলের বাগান দিয়ে ঘেরা জায়গাটি বর্তমানে এক জনপ্রিয় পর্যটনস্থল হয়ে উঠেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img