রাজ্যে একইদিনে ডেঙ্গি প্রাণ কাড়ল ৩ জনের। দক্ষিণ দমদম, ঠাকুরপুকুর এবং মুর্শিদাবাদে গতকাল ৩ জনের মৃত্যু হয়েছে।
দক্ষিণ দমদমে ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন শ্যামলী বন্দ্যোপাধ্যায় নামে ৫৮ বছরের এক প্রৌঢ়া। দক্ষিণ দমদম পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের বাঙুরের শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দা শ্যামলীদেবী গত বেশ কয়েকদিন ধরে ডেঙ্গিতে আক্রান্ত ছিলেন। উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। গতকাল সেখানেই তাঁর মৃত্যু হয়। দক্ষিণ দমদম পুর এলাকায় এ পর্যন্ত ডেঙ্গিতে ৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় এক হাজার।
অন্যদিকে, গতকাল সন্ধ্যায় মারা গিয়েছেন পরেশ সাউ নামে ৬৩ বছর বয়সী ঠাকুরপুকুরের এক বাসিন্দা।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল সুধাম ঘোষ নামে ৩০ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের বাড়ি মুর্শিদাবাদের বড়ঞা থানা এলাকায়।
বেসরকারি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এ পর্যন্ত ডেঙ্গিতে ৫৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে প্রায় ৪৬ হাজারে। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায়।