হোমPlot1আধার-তথ্য যাচাই না করলে, গ্যাস মিলবে কি? বাড়িতে বসেই কীভাবে আপডেট করবেন?

আধার-তথ্য যাচাই না করলে, গ্যাস মিলবে কি? বাড়িতে বসেই কীভাবে আপডেট করবেন?

আধার-তথ্য যাচাই না করলে, গ্যাস মিলবে কি? বাড়িতে বসেই কীভাবে আপডেট করবেন?

৩১ ডিসেম্বরের মধ্যেই ভর্তুকিযোগ্য ১৪.২ কেজি সিলিন্ডারের গ্রাহকদের বায়োমেট্রিক দিয়ে আধার তথ্য যাচাই নিয়ে নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। বায়োমেট্রিক না করালে কি বন্ধ হয়ে যাবে গ্যাসের ভর্তুকি? কিংবা গ্যাসের লাইন বাতিল হয়ে যাবে?

আধার তথ্য যাচাই করতে ‘নির্দিষ্ট সময়ের’ মধ্যেই ভর্তুকিযোগ্য রান্নার গ্যাসের গ্রাহকদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ, চোখের মণি, মুখাবয়বের ছবি) তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তাতে সময়সীমা বলা ছিল না।

তবে গ্যাস ডিলার বা বিক্রেতাদের দাবি, তেল সংস্থাগুলি ৩১ ডিসেম্বরের মধ্যে ডিস্ট্রিবিউটরদের এই কাজ শেষ করতে বলেছে। এই পরিস্থিতিতে আধার যাচাই নিয়ে হয়রানি বাড়ছে।

ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়েছে, য়৩১ ডিসেম্বরের মধ্যে আধার যাচাই সম্পূর্ণ না করলে প্রাপ্য ‘ভর্তুকি’ বন্ধ হওয়া কিংবা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার যে খবর বাজারে ছড়িয়েছে, তা একেবারেই ঠিক নয়। এখনও এমন কোনও নির্দেশিকাও দেওয়া হয়নি।

স্বেচ্ছায় যাঁরা ভর্তুকি ছেড়েছেন, সেই গ্রাহকদের এখন তথ্য যাচাইয়ের প্রয়োজন নেই। তেল সংস্থাগুলি জানিয়েছে, এই কাজ অনলাইনেও করতে পারবেন গ্রাহকেরা। এর জন্য ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ অ্যাপটির পাশাপাশি ভারত সরকারের ‘আধার ফেসরেড’ (AadhaarFaceRd) অ্যাপটি ডাউনলোড করতে হবে মোবাইলে। এর পর ‘ইন্ডিয়ানঅয়েল ওয়ান’ অ্যাপটি খুলে যেতে ‘মাই প্রোফাইল’-এ ক্লিক করতে হবে। সেখান থেকে ‘ইন্ডেন ডিটেলস’-তে ক্লিক করলেই ‘রিকেওয়াইসি’ (ReKYC) অপশনটি পাওয়া যাবে। সেখান থেকেই তথ্য যাচাই এবং বায়োমেট্রিক তথ্য দেওয়ার কাজ করে ফেলতে পারবেন গ্রাহকেরা।

ইন্ডিয়াল অয়েলের পাশাপাশি ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের গ্রাহকেরাও বাড়িতে বসেই অনলাইনে আধার তথ্য যাচাই করতে পারবেন। সে ক্ষেত্রে ভারত পেট্রোলিয়ামের গ্রাহকদের হ্যালো বিপিসিএল (HelloBPCL) অ্যাপটি ডাউনলোড করতে হবে মোবাইলে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img