হোমসাহিত্য-সংস্কৃতিইংল্যান্ডের রানি  দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে বাংলা গান

ইংল্যান্ডের রানি  দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে বাংলা গান

ইংল্যান্ডের রানি  দ্বিতীয় এলিজাবেথকে নিয়ে বাংলা গান

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁর কীর্তিময় জীবন রেখে চিরবিদায় নিয়েছেন ১৯২২ সালের ৮ সেপ্টেম্বর। তাঁর বর্ণময় জীবনের স্মৃতিতে এবার গান বাঁধলেন কলকাতার সুরকার ও সংগীত শিল্পী সৌম্যেন অধিকারী। গানের কথা লিখেছেন ব্রিটেন প্রবাসী অধ্যাপক ও বিশিষ্ট নাট্যকার ড. আনোয়ারুল হক, যিনি বিলেতের বাংলা সংস্কৃতির অঙ্গনে একটি অতি উজ্জ্বল নাম। এই মিউজিক ভিডিওর সাবটাইটেল লিখেছেন ইংল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম, যিনি ইংল্যান্ডের ওবিই ডিএল সম্মানে ভূষিত।

গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছেন কলকাতার ঐতিহ্যবাহী বিঠোফেন রেকর্ডস কোম্পানি। সম্ভবত বাংলা ভাষায় এটিই প্রথম ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিতে মিউজিক ভিডিও। গানের কথায় রানির বর্ণময় জীবনের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে।

গানের সুরকার সৌম্যেন অধিকারী জানালেন, “গানটি যখন ড. আনোয়ারুল হক আমাকে দিলেন, কথাগুলো পড়েই মনে হল, এই কাজটি ব্যতিক্রমী হবে। আপন মনে সুর করা শুরু করেছিলাম, ভাবতে ভালো লাগছে তা আজ পূর্ণতা পেল। যেহেতু এটি বাংলা গান তাই এই গানের ভিডিওতে ইংরেজি সাবটাইটেল রয়েছে বিদেশি শ্রোতাদের বোঝবার জন্য।”

তিনি আরও বললেন, “আমরা ধন্য যে, এই ঐতিহাসিক গানের ইংরেজি অনুবাদ করেছেন ও সর্বদা আমাদের উৎসাহিত করেছেন ইংল্যান্ডের অতি সম্মানীয় ব্যক্তিত্ব ড. নাজিয়া খানম। দীর্ঘ এক বছর লাগলো এই কাজটি সমাপ্ত করতে। আজ এটি সার্থক রূপ পেয়েছে ভালো লাগছে। যারা নেপথ্যে এই কাজের জন্য সহযোগিতা করলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি এ গান মানুষের ভালো লাগবে।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img