চলতি মাসের শেষদিকে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এক মহা সম্মেলন। এই সম্মেলনে হাজির থাকবেন শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য জগতের একঝাঁক বিশিষ্ট শিল্পী। সম্মেলনের আয়োজক হিন্দুস্তান আর্ট ও মিউজিক সোসাইটির আহ্বায়ক দীপক সরকার ও সম্পাদক প্রসেনজিৎ পোদ্দারের দাবি, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি সম্ভবত এই বছরের সবচেয়ে বড় শাস্ত্রীয় সঙ্গীতের আসর।
তাঁরা জানান, ২৭ ও ২৮ নভেম্বর সন্ধ্যায় এবং ২৯ নভেম্বর সারা রাত ধরে দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসছে। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এই উপলক্ষে ডাকা এক সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী বিশিষ্ট তবলিয়া পণ্ডিত কুমার বসু, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার, বিশিষ্ট সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, কত্থক নৃত্যশিল্পী মধুমিতা রায় প্রমুখ।
পণ্ডিত কুমার বসু বলেন, ভারত সংস্কৃতি যাত্রা ২০২৫ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান নবীন ও খ্যাতিমান শিল্পীদের এক অভিন্ন মঞ্চ হয়ে উঠতে চলেছে।
পণ্ডিত তরুণ ভট্টাচার্য বলেন, “আজকের পরিবর্তনশীল দুনিয়ায় আমাদের সাংস্কৃতিক শিকড়কে রক্ষা একান্ত জরুরি। ভারত সংস্কৃতি যাত্রা ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে, যা তরুণ শিল্পীদের প্রেরণা জোগায়।



