শিয়ালদহ বিভাগে “ইউনিক আইডেন্টিফিকেশন ব্যাজ” চালু করার পর ভুয়ো টিকিট পরীক্ষক চিহ্নিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। রেল কর্তৃপক্ষের দাবি, গত কয়েক দিনে জালিয়াতি সংক্রান্ত ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
শিয়ালদহের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনা, ডিআরএম রাজীব সাক্সেনার নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তব্যরত টিটিই-দের বিশেষ নকশার ব্যাজ পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই ইউনিক ব্যাজের মাধ্যমে যাত্রী এবং অন্যান্য রেল কর্মীরা খুব সহজে প্রকৃত টিটিই-দের সনাক্ত করতে সক্ষম হবেন।
এর ফলে টিটিই সেজে প্রতারণা ও টাকা আদায়ের চেষ্টার সঙ্গে যুক্ত অসাধু ব্যক্তিদের প্রতিহত করা সম্ভব হচ্ছে। সতর্ক যাত্রী ও রেল কর্মীদের তৎপরতায় বেশ কয়েকজন ভুয়ো টিকিট পরীক্ষককে গ্রেফতার করা হয়েছে।



