ঠাকুরের কাছে দুটি প্রার্থনা
১)অসতো মা সদ্গময়,তমসো মা জ্যোতির্গময়,মৃত্যোর্মা অমৃতংগময়।অর্থাৎ সত্যে প্রতিষ্ঠিত করো,অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো, মৃত্যুর হাত থেকে রক্ষা করে অমৃতলোকে নিয়ে যাও।
২) সর্বে ভবন্তু সুখিন:,সর্বে সন্তু নিরাময়া:, সর্বে ভদ্রানি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাক্ ভবেৎ। অর্থাৎ সকলে সুখী হোক, সকলে নীরোগ থাকুক, সকলে চারিদিকে মঙ্গলময় দেখুক,কেউ যেন দুঃখ কষ্ট না পায়।
“ঈশ্বরের অন্বেষণে কোথায় যাইতেছ?গঙ্গা তীরে বসিয়া করিতেছো কেন?”……….
আমাদের প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছেন, এখন সেই ঈশ্বরের সেবা করা উচিত।
আত্ম সেবা করা উচিত। আর তাতেই বিশ্ব সেবা করা হবে। আত্মনি সর্বভূতানাম্। এখন নিজের মধ্যেই সকলকে দেখতে হবে। এসবই আমাদের ধর্ম কথা।