দেশজুড়ে লকডাউন চলছে। ফলে গোটা দেশ এখন গৃহবন্দী। এই সংকটময় পরিস্থিতি মোকাবিলার জন্য এবং গরিব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ত্রাণ তহবিল গঠন করেছেন। এই অনুরোধে সাড়া দিয়ে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার রাজ্যের খারাপ সময়ে রাজ্যের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা মোকাবিলায় আজ তিনি নিজের ছয় মাসের পেনশন দান করলেন রাজ্যের রিলিফ ফান্ডে।
অনেকদিন ধরেই শারীরিক অসুবিধার জন্যে তাকে বাইরে দেখা যায়নি। কিছুদিন আগে শরীরের অবনতির জন্যে তাকে হাঁসপাতালেও ভর্তি করা হয়। তার কিছুদিন পরেই সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। কিন্তু শারীরিক অসুস্থতার মধ্যেই যে তিনি রাজ্যের দিকে নজর রেখে চলেছেন তা আবারও পরিষ্কার।