হোমগ্যাজেট64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Realme X2

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Realme X2

64MP ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Realme X2

সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল Realme X2। চলতি সপ্তাহে ভারতে এই ফোন লঞ্চ করেছে Realme। Realme X2 ফোনে রয়েছে FHD+ Super AMOLED ডিসপ্লে, ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ভিতরে একটি Snapdragon 730G চিপসেট ব্যবহার হয়েছে। এছাড়াও নতুন ফোনে থাকছে VOOC Flash Charge 4.0 ফাস্ট চার্জ প্রযুক্তি। ভারতে Flipkart আর Realme.com থেকে পাওয়া যাবে Realme X2। 20 ডিসেম্বর এই ফোন বিক্রি শুরু হচ্ছে।

Realme X2 এর দাম

Realme X2 এর দাম শুরু হচ্ছে 16,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 18,999 টাকা খরচ হবে। 8GB RAM + 128GB স্টোরেজে Realme X2 এর দাম 19,999 টাকা। নীল, সবুজ ও সাদা রঙে পাওয়া যাবে এই তিন ভেরিয়েন্ট। 20 ডিসেম্বর Flipkart আর Realme.com থেকে বিক্রি শুরু হবে Realme X2।

ভেরিয়েন্টদাম (টাকা)
Realme X2 (4GB, 64GB)16,999
Realme X2 (6GB, 128GB)18,999
Realme X2 (8GB, 128GB)19,999

Realme X2 স্পেসিফিকেশন

Realme X2 ফোনে থাকছে একটি 6.4 ইঞ্চি FHD+ Super AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 730G চিপসেট, 8GB  পর্যন্ত RAM আর 128GB পর্যন্ত স্টোরেজ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img