দেবাশিস পাল, মালদহ : তৃতীয় দফার লকডাউনে একগুচ্ছ ছাড় মিললেও, এখনই সেলুন খোলা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে চরম সঙ্কটে পড়েছেন ক্ষৌরকাররা। প্রায় দেড় মাস ধরে দোকান বন্ধ। আয়ের অন্য কোনও পথ নেই। তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন মালদহের সেলুন মালিক এবং কর্মীরা।
হবিবপুরের আইহো কেশ শিল্পী সমিতির সঙ্গে যুক্ত আইহো, মুচিয়া, ঋষিপুর এলাকার সদস্যরা ব্লক প্রশাসনিক ভবনে গিয়ে স্মারকলিপিও দিয়েছেন। এখানকার প্রায় ৭০টি পরিবারের সদস্যরা এই পেশার সঙ্গে যুক্ত। কোনওরকম আয় না থাকায় কীভাবে সংসার চলবে,তা বুঝে উঠতে পারছেন না এই ক্ষৌরকাররা।