হোমফিচারদুই ঠাকুরের মহামিলন

দুই ঠাকুরের মহামিলন

দুই ঠাকুরের মহামিলন

বিশ্বরূপ মুখোপাধ্যায় : আজ একটি বিশেষ দিন। একে ঐতিহাসিক দিনও বলা যেতে পারে। ১৮৮৩ খ্রীষ্টাব্দের মহামিলন ঘটে দুই ঠাকুরের, শ্রীরামকৃষ্ণ ও রবীন্দ্রনাথ ঠাকুর। এই ছিল তাঁদের প্রথম ও শেষ দেখা। কোলকাতার শ্যামবাজারের কাছে কাশীশ্বর মিত্রর বাড়ি ২০তম ব্রাহ্ম উৎসবে নিমন্ত্রিত ছিলেন শ্রীরামকৃষ্ণ। বিকেল ৫টায় রাখাল মহারাজ, শ্রীম ও অন্যান্য ভক্তদের নিয়ে তিনি উপস্থিত হন সেখানে। একই বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসেন রবি ঠাকুর ও। কবির বয়স তখন মাত্র ২২ বছর,কিন্তু ইতিমধ্যে লিখে ফেলেছেন অনেক গান।শ্রীরামকৃষ্ণের অনুরোধে তরুণ কবি যে গানটি শুনিয়েছিলেন,সেটিও ২/৩ দিন আগে লেখা। বোধ হয় এই উপলক্ষেই ঈশ্বর তাঁকে দিয়ে গানটি রচনা করিয়েছিলেন।কবি গাইলেন তাঁর বিখ্যাত গান “আমার মাথা নত ক’রে দাও হে তোমার চরনধুলার তলে” । শ্রীরামকৃষ্ণ কবির মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। প্রতি বছর এই দিনটি মিত্তির বাড়িতে বিশেষ ভাবে পালন করা হয়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img