ছাত্রছাত্রীদের স্বপ্নকে সাফল্যের পথে এগিয়ে নিতে, আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (AESL) তাদের ১৬ বছরের যাত্রায় নতুন মাইলফলক ছুঁয়েছে। সংস্থার পক্ষ থেকে ANTHE 2025 (আকাশ ন্যাশনাল ট্যালেন্ট হান্ট এক্সাম)-এর কথা ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষার মূল লক্ষ্য হল, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাশে দাঁড়ানো।
ANTHE 2025-এ রয়েছে ক্লাসরুম, আকাশ ডিজিটাল এবং ইনভিক্টাস কোর্সে সর্বোচ্চ ১০০% স্কলারশিপ, যার মোট মূল্য ২৫০ কোটি টাকা এবং ২.৫ কোটি টাকা পর্যন্ত নগদ পুরস্কারও রয়েছে। ছাত্রছাত্রীরা তাঁদের নিজেদের পছন্দ অনুযায়ী ডাক্তারি (মেডিক্যাল) কিংবা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারের স্বপ্ন পূরণের আরও কাছে যেতে পারবে। সেইসঙ্গে ছাত্রছাত্রীরা NEET, JEE, রাজ্য স্তরের CET, NTSE, এবং অলিম্পিয়াডের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আকাশের অভিজ্ঞ শিক্ষকদের কাছে কোচিং নিতে পারবেন।
পাশাপাশি আকাশ শুরু করতে চলেছে ইনভিক্টাস এস টেস্ট। JEE অ্যাডভান্সড-এ ভর্তির লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হবে, ৮ থেকে ১২ ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য। জাতীয় স্তরের এই স্কলারশিপ টেস্ট নেওয়া হবে ২৪ আগস্ট, ৩১ আগস্ট এবং ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে।
আকাশ ইনভিক্টাস প্রোগ্রাম পাওয়া যাবে শুধুমাত্র নির্দিষ্ট ইনভিক্টাস সেন্টারগুলিতে, যেমন দিল্লি-এনসিআর, চেন্নাই, বেঙ্গালুরু, লখনউ, মীরাট, প্রয়াগরাজ, দেরাদুন, ভোপাল, ইন্দোর, আহমেদাবাদ, চন্ডীগড়-রোহতাক, হায়দরাবাদ, নামাক্কাল, কোয়েম্বাটোর, ভুবনেশ্বর, রাঁচি, ত্রিচি, ভাইজাগ, মুম্বই, কলকাতা, দুর্গাপুর এবং পাটনায়।
আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের সিইও এবং এমডি, দীপক মেহরোত্রা বলেন, “গত ১৬ বছর ধরে, আমরা মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক অবস্থা বা অবস্থান নির্বিশেষে তাঁদের স্বপ্ন পূরণে সাহায্য করে চলেছি। আমাদের বিস্তৃত নেটওয়ার্ক আর হাইব্রিড লার্নিং মডেলের মাধ্যমে, আমরা শিক্ষাকে আরও সহজলভ্য ও ফলপ্রসূ করছি।
এবছর, NEET-এ সেরা ১০০ জনের মধ্যে ২২ জন এবং JEE Advanced 2025-এ সেরা ১০০ জনের ১০ জন ছাত্রছাত্রী এন্থে থেকেই শুরু করেছিল। ছাত্রছাত্রীরা অনলাইনে https://anthe.aakash.ac.in/home এই ওয়েবসাইটে রেজিস্টার করতে পারে, বা কাছের আকাশ সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারে।