আবারও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াল রিষড়ার মাড়োয়ারি যুবা মঞ্চ। এবার সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে প্রদান করা হচ্ছে কৃত্রিম পা ও ক্যালিপার। আগামী ২৫ থেকে ২৭ মার্চ রিষড়া সেবক সংঘে এই শিবির বসিয়ে এই কর্মসূচি কার্যকর করা হবে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২০০ জনের বেশি মানুষ এর ফলে উপকৃত হবেন। শনিবার এক সাংবাদিক বৈঠকে সংস্থার পক্ষে প্রমোদ কুমার আগারওয়াল জানান, যাঁরা দূর-দূরান্ত থেকে আসবেন, তাঁদের সম্পূর্ণ থাকা-খাওয়ার খরচ সংস্থাই বহন করবে।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করতে হবে: 6289851480/9836654600
সারা বছর ধরে দারিদ্র্যসীমার নীচে থাকা মানুষদের জন্য কাজ করে মাড়োয়ারি যুবা মঞ্চের রিষড়া শাখা। ভারতের পাশাপাশি বিদেশেও এদের বহু শাখা রয়েছে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চক্ষু অপারেশন, ক্যান্সার পরীক্ষা, রক্তদান শিবির সহ বিনা খরচে বিভিন্ন স্কুল এবং লোকালয়ে বিশুদ্ধ পানীয় জল প্ল্যান্ট বসিয়েছে এই সংস্থা।